ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিজয় দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৬, ১৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৪৮, ১৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মহান বিজয় দিবসকে কেন্দ্র করে দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।  

রোববার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিকাল ৫টায় একাডেমির নন্দন মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এরই মধ্যে ১৫ ডিসেম্বর বিকাল ৫টায় একাডেমির নন্দন মঞ্চে প্রথম দিনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার স্মৃতিসৌধ উন্মুক্ত মঞ্চে ১৬ ডিসেম্বর সকাল ৮.৩০টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কমিউনিটি পুলিশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনের এই অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুজিব পরদেশী, চন্দনা মজুমদার, নবীন কিশোর গৌতম, পুলক, স্বরণ, পারভেজ, রেশমী, মিলন বাউল এবং জামিল বাউল। নৃত্য পরিচালক রনী চৌধুরী পরিচালনায় ৬টি নৃত্য পরিবেশিত হয়।

মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

ক্রম        বিষয়         প্রস্তাবিত শিল্পী / সংগঠনের নাম         গানের শিরোনাম

১.সমবেত নৃত্য-বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীবৃন্দ   *দাম দিয়ে কিনেছি বাংলা

২.সমবেত নৃত্য- নৃত্যপরিচালক- সোহেল রহমান                * সুন্দর সুবর্ণ  তারুন্য

৩.সমবেত সংগীত- বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু  সংগীত দল * পূর্ব দিগন্তে সূর্য্য উঠেছে/ এ মাটি নয় জঙ্গীবাদের

৪.একক সংগীত      প্রিয়াংকা  প্রিয়া           * এক নদী রক্ত পেরিয়ে/ মাগো ধন্য হলো

৫.পাঠ নির্মলেন্দু গুণ *

৬.অ্যাক্রোবেটিক      বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দল

৭.সমবেত নৃত্য-      নৃত্যপরিচালক- এম.আর ওয়াসেক          * চল এগিয়ে যাব বাধা মানিনা

৮.সমবেত নৃত্য- আনিসুল ইসলাম হীরু*ও পৃথিবী এবার এসে বাংলাদেশ যাও চিনে

৯.সমবেত সংগীত-ঋষিজ শিল্পী গোষ্ঠী * ভয় নেই কোন ভয়  জয় বাংলার জয়/ভয় কি মরণে

১০. একক সংগীত- অনন্যা আচার্য্য*এই বাংলার মাটিতে/আমার মন পাখিটা যায়রে উড়ে যায়

১১.আবৃত্তি- ডালিয়া আহমেদ *চরম পত্র, কবি এম আর আখতার মুকুল

১২.অ্যাক্রোবেটিক- বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দল    

১৩.সমবেত নৃত্য-নৃত্যপরিচালক-সামিনা হোসেন প্রেমা

কোলাজ

*  আজি এ প্রভাতে রবির কর

*  দুর্গমগিরি কান্তার মরু

*  পূর্ব দিগন্ত সূর্য্য উঠেছে

১৪.সমবেত সংগীত  সত্যেনসেন শিল্পী গোষ্ঠী         *সোনায় মোড়ানো বাংলা মোদের/হিমলয় থেকে সুন্দরবন/

 ৭১ এর শকুনগুলো  উড়ছে আমার দেশ জুড়ে

১৫.একক সংগীত      বর্ণালী সরকার        *এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও

১৬. একক সংগীত     আরিফুর রহমান পলাশ          *  পলাশ ঢাকা কোকিল ডাকা/

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

১৭. অ্যাক্রোবেটিক   বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দল   

১৮.সমবেত নৃত্য- আনিসুল ইসলাম হীরু   * নাও ছাড়িযা দে

১৯.সমবেত নৃত্য-নৃত্যপরিচালক-  সোহেল রহমান    * জ্বলে উঠো বাংলাদেশ

২০.সমবেত সংগীত- বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীত শিল্পীবৃন্দ-   *

২১.একক সংগীত- মিরাজুল জান্নাত সোনিয়া * একতারা লাগেনা আমার দোতরাও লাগেনা

২২.সমবেত নৃত্য-বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীবৃন্দ * বুকের ভিতর আকাশ নিয়ে

২৩.অ্যাক্রোবেটিক    বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিকদল    

২৪.একক সংগীত-কৃষ্ণকলি-উপস্থাপক     মাসকুর-এ সাত্তার কল্লোল  ও সংগীতা  চৌধুরী       

এসি 

                     


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি