ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলিয়াকে বিশেষ অধিকার দিলেন রণবীর!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ১৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:২৫, ১৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আলিয়া ভট্ট এবং রণবীর কাপূর। গত কয়েক মাস ধরেই এই দুই তারকার ব্যক্তিগত রসায়ন নিয়ে বলি মহলে জল্পনা তুঙ্গে। না! সম্পর্কের বিষয়ে এখনও পর্যন্ত কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বারবার এমন কিছু ইঙ্গিত দিয়েছেন যাতে মনে হয় প্রেমে পড়েছেন। এ বারও এমনই এক ইঙ্গিত দিলেন রণবীর।

ডিনার ডেট, পার্টিতে একসঙ্গে যাওয়া, এ সব তো ছিলই। এ বার আলিয়া ঢুকে পড়লেন কপূর পরিবারের ভেতরেও। সৌজন্যে রণবীর স্বয়ং।

কিছুদিন আগে রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজ কাপূরের প্রয়াণের সময় কাপূর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গিয়েছিল আলিয়াকে। সে সময় রণবীর বাবা-মাকে নিয়ে দেশের বাইরে ছিলেন।

মুম্বই মিররের খবর অনুযায়ী, কপূর পরিবারের একটি নিজস্ব হোয়াটস্অ্যাপ গ্রুপ রয়েছে। ঋষি কাপূর, নীতু কাপূর, ঋদ্ধিমা কাপূর, রিমা জৈন নাকি সেই গ্রুপে সারাক্ষণ অ্যাকটিভ থাকেন। সম্প্রতি সেই গ্রুপে নাকি আলিয়াকে অ্যাড করে নিয়েছেন রণবীর।

আর এ খবর প্রকাশ্যে আসার পরই ফের রণবীর-আলিয়ার সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছে। অনেকে বলছেন, সত্যিই হয়তো প্রেমের সম্পর্কে রয়েছেন এই জুটি। সম্পর্ক গভীর না হলে কি আর কপূর পরিবারের হোয়াটস্অ্যাপ গ্রুপে জায়গা পেতেন আলিয়া? প্রশ্ন উঠছে বলি মহলের ভেতরেই।

তথ্যসূত্র: আনন্দবাজার 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি