ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিল্ম ফেস্টিভ্যালে জ্যাকি চ্যানের সঙ্গে আমির খান  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ১৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৩৫, ১৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চীনে তার জনপ্রিয়তা ব্যাপক। তার অভিনীত একের পর এক ছবি রীতিমত ঝড় তুলেছে চীনের বক্স অফিসে। ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ বা ‘দঙ্গল’-এর মতো ছবির কল্যানে আমির খান এখন বেশ পরিচিত মুখ সেই দেশেও।

তাই সেই চীনেরই হাইনান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তার অতিথি হিসিবে ডাক পাওয়ায় আশ্চর্য হওয়ার কিছু ছিলনা। কিন্তু আমির ভক্তদের খুশির পারদ আরও একটু চড়িয়ে দিল একটি ছবি।

যে ছবিতে কিংবদন্তী অভিনেতা জনি ডেপ ও জ্যাকি চ্যানের সঙ্গে দেখা যাচ্ছে আমিরকেও। জনি ডেপের ইনস্টাগ্রাম থেকেই পোস্ট করা হয়েছে ছবিটি।

গত ১৬ ডিসেম্বর ছিল এই হাইনান ফিল্ম ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই একত্রে দেখা যায় এই কিংবদন্তীদের।

 

তথ্যসূত্র: আনন্দবাজার 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি