ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কা-নিকের সঙ্গে শাহরুখের সখ্য?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ২০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:২৭, ২১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

তাদের অন স্ক্রিন জুটি নিয়ে কোনও কথা হবে না। পর্দায় পাশাপাশি এলেই মন ভুলিয়েছেন দর্শকদের। ‘ডন’ ছবিতে দর্শকদের মন ভরিয়ে দিয়েছিল পিসি-এসআরকে জুটি। কিন্তু বাস্তবে তাঁদের মধ্যে নাকি কোনওরকম কথাই হয়না। বাক্যালাপ একেবারে বন্ধ।

কিন্তু এরই মধ্যে ঘটল অবাক কাণ্ড। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক বলিউড অভিনেত্রীই নাকি পিগি চপস ও বলিউড বাদশাকে কথা বলতে দেখেছেন। কথা বলাই শুধু নয়। প্রিয়ঙ্কার স্বামী নিক জোনাসের সঙ্গে শাহরুখের আলাপও করিয়েছেন তখন প্রিয়ঙ্কা নিজেই।

প্রিয়ঙ্কা ও শাহরুখের মধ্যে সৌজন্য বিনিময়ও হয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসেই। সেখানে নাকি উপস্থিত ছিলেন গৌরী খানও।

সৌজন্য বিনিময়ের সময় শাহরুখ খানের মতো ‘পারফেক্ট হোস্ট’ তাদের কি নিজের বাড়ি মান্নাতে আমন্ত্রণ জানান? উত্তর দেবে ভবিষ্যৎ। তবে প্রিয়ঙ্কা-নিক-শাহরুখের এই সাক্ষাৎ কোথায় ঘটল জানেন?

মুকেশ অম্বানীর কন্যা ঈশা অম্বানী প্রিয়ঙ্কার প্রিয় বন্ধু। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঈশার বিয়েতেই ঘটেছে এমন ঘটনা। প্রিয়ঙ্কার বিয়েতেও কিন্তু চুটিয়ে মজা করেছিলেন ঈশা।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি