ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্কার থেকে ছিটকে গেল ‘রকস্টাররা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ২০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কথা ছিল, বিদেশের মঞ্চে অর্থাৎ অস্কারের মঞ্চে দেখা যাবে ভারতীয় নির্মাতা রিমা দাসের ‘ভিলেজ রকস্টারস’ কে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। অস্কারের দৌঁড়ে ছিটকে গেল রকস্টাররা। শুধু এই সিনেমাটি নয়। ভারতীয় অভিনেতা আদিল হুসেন এবং একাবলী খান্না অভিনীত ইরাম হাক নরওয়েগিয়ানের সিনেমা ‘ওয়াট উইল পিপল সে’ও বেরিয়ে গেছে অস্কার রেস থেকে।

২০১৯ এর অস্কারে ৮৭টি বিদেশি ভাষার সিনেমা নির্বাচিত করা হয়েছে। তার মধ্যে কয়েকটি হল ‘বার্ডস অফ প্যাসেজ’ (কলম্বিয়া), ‘দ্য গিল্টি’ (ডেনমার্ক), ‘নেভার লুক আওয়ে’ (জার্মানি), ‘শপলিফ্টারস’ (জাপান), ‘আয়কা’ (কাজাকস্তান), ‘কাপেরনৌম’ (লেবানন), ‘রোমা’ (মেক্সিকো), ‘কোল্ড ওয়ার’ (পোল্যান্ড), ‘বার্নিং’ (সাউথ কোরিয়া)৷

উল্লেখ্য, ‘ভিলেজ রকস্টারস’ সিনেমাটির পরিচালক রিমা দাসের নিজের গ্রাম ছায়গাওঁয়ের গল্প এটি। কয়েকজন বাচ্চা ছেলেমেয়ে কীভাবে দারিদ্রতার মধ্যে দিয়েও নিজেদের জীবনকে সুন্দরভাবে বাঁচতে শেখে সে নিয়েই সিনেমার চিত্রনাট্য। টাকা জমিয়ে একটি মিউজিক ব্যান্ড তৈরি করার স্বপ্নই জ্বলজ্বল করে তাদের চোখে।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি