ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

ঢাকা মাতাচ্ছে ‘বাম্বালবি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ২২ ডিসেম্বর ২০১৮

রোবোটিক আর স্পোর্টসকারপ্রেমীদের কাছে ভীষণ জনপ্রিয় ‘ট্র্যান্সফরমার্স’ সিরিজের সিনেমা। এবার নতুন রূপে সাজানো হয়েছে ‘ট্র্যান্সফরমার্স’ সিরিজ। এই সিরিজের প্রথম সিনেমার নাম দেওয়া হয়েছে ‘বাম্বালবি’।

শুক্রবার আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে বাংলাদেশের ব্লকবাস্টার সিনেমাসেও সিনেমাটি মুক্তি পেয়েছে। ক্রিস্টিনা হাডসনের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন ট্রেভিস নাইট। গল্পে দেখা যায় পরিত্যক্ত জায়গা থেকে বাম্বলবিকে উদ্ধার করে ওয়াটসন। এরপর তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। ওয়াটসন চরিত্রে অভিনয় করেছেন জন সিনা। আরও অভিনয় করেছেন হাইলি স্টাইনফেল্ড, ডিলান, ব্রিটেন প্রমুখ।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি