ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাবার নতুন নতুন গার্লফ্রেন্ড হোক: সুস্মিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের বাবা সুবীর সেনের জন্মদিন ছিল মঙ্গলবার। ওইদিন বাবার জন্মদিন সেলিব্রেটও করেন সুস্মিতা । কেক কাটা আর স্পেশাল ডিনারের মাধ্যমে সুস্মিতার বাবা সুবীর সেনের জন্মদিনের সেলিব্রেশন হয়। তবে কেক কাটার সময় মেয়ে সুস্মিতা কী প্রার্থনা করলেন জানেন?

সুস্মিতার প্রার্থনা বাবার আরও অনেক নতুন নতুন গার্লফ্রেন্ড হোক, এই প্রার্থনাই করলেন সুস্মিতা। অবাক হলেন? ঘটনাটা অবাক করার মতো হলেও এমনটাই ঘটেছে।

এদিন সুস্মিতার বাবার জন্মদিনের সেলিব্রেশনে উপস্থিত ছিলেন সুস্মিতার পরিবারের অন্যান্য সদস্যরাও। দেখা গেল সুস্মিতা সেনের দিদি নীলম সেন, দুই মেয়ে রিনি ও আলিশা, ভাই রাজীব সেন, প্রেমিক রোহমান শল সহ আরও বেশ কয়েকজন।

এই ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল বাবা, তোমার দীর্ঘ জীবন কামনা করি, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। তুমি বাবা হিসাবে যেমন ভালো, দাদু হিসাবেও।’

সুস্মিতা অবশ্য মাঝে মধ্যেই প্রেমিক রোহমানের সঙ্গে ছবি শেয়ার করেন। বরাবরই সুস্মিতা তার লাভ লাইফ নিয়ে খোলামেলা। মাঝে সুস্মিতা ও রোহমান বিয়ে করছেন বলেও শোনা যায়। যদিও বিয়ের খবর অস্বীকার করে সুস্মিতা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আমরা এখনই বিয়ে করছি না।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি