ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘জিরো’ দেখে মুগ্ধ মালালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ২৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড কিং খান শাহরুখ। তার নতুন সিনেমা ‘জিরো’। সিনেমাটি নিয়ে বেশ আলোচনা চলছে। সম্প্রতি সিনেমাটি দেখেছেন নোবেলজয়ী মালালা ইউসুফ জাই। আর এটি দেখে তিনি বেশ মুগ্ধ হয়েছেন।

বলিউডের রোমান্টিক হিরোকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই নোবেলজয়ীর। ‘জিরো’ সিনেমাটি দেখার পর এক ভিডিও বার্তায় মালালা সেই উচ্ছাসের কথা জানিয়েছেন। সিনেমায় শাহুরুখের অভিনয় মন ছুঁয়ে গেছে তার।
শাহরুখের খানের অনেক বড় ফ্যানও মালালা ইউসুফ। তাই বাদশার সিনেমা মুক্তি পেতেই শুক্রবার সপরিবারে ছুটে যান সিনেমা হলে। পরে একটি ভিডিও বার্তায় মালালা জানান, সিনেমাটি দেখে তিনি ও তার পরিবারের সকলে খুব খুশি। এটি খুবই উপভোগ্য হয়েছে। তার পরিবারের সকলের ‘জিরো’ সিনেমাটি পছন্দ করেছেন। মালালার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এদিকে, প্রথমদিনেই ভারতে ২০.১৪ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খানের ‘জিরো’। আনন্দ এল রাইয়ের সিনেমাটিতে এক বামনের চরিত্রে দেখা গেছে শাহরুখকে। তার বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি