ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আব্রামের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করলেন শাহরুখ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ২৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৪৯, ২৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ক্রিসমাসের আগেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জিরো’। যদিও সে ছবি অধিকাংশ দর্শকের পছন্দ হয়নি। তাই ক্রিসমাসে কিছুটা হলেও মনখারাপ কিং খানের। তবে ছেলের আবদার রাখতেই হয়েছে।

তাই আব্রামের সঙ্গে ক্রিসমাসের আগেই সেলিব্রেট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের সেই ছবি শেয়ার করেছেন গৌরী খান।

ছবিতে দেখা যাচ্ছে আলো দিয়ে সাজানো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। পাশে আব্রাম। ক্যাপশনে লেখা ‘মেরি ক্রিসমাস’।

‘জিরো’ মুক্তির আগে শাহরুখ বলেছিলেন, তার এই ছবিটাই আব্রাম প্রথম দেখবে। এর আগে ‘যব হ্যারি মেট সেজল’-এর সময় আব্রামের বয়স ছিল তিন। সে ছবি দেখলেও নাকি ছেলের তেমন কিছু মনে নেই।

তাই ‘জিরো’ দেখে আব্রামের কেমন লাগবে, সেটা শাহরুখের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তবে ছবি মুক্তির পর ছেলে আদৌ তা দেখেছে কিনা, তা নিয়ে অবশ্য এখনও পর্যন্ত মুখ খোলেননি শাহরুখ। 

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি