ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রদ্ধা কাপুরকে খান্দানি খাবার আপ্যায়ন প্রভাসের

প্রকাশিত : ১৫:০৭, ২৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৪৯, ২৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

শুধু অভিনয় নয়, অতিথি আপ্যায়নেও প্রভাসের জুড়ি মেলা ভার। শোনা যায়, প্রভাসের বন্ধু, আত্মীয় যারাই প্রভাসের বাড়িতে যান, তাদেরকেই উষ্ণ অভ্যর্থনা জানান `বাহুবলী` তারকা। জানা যাচ্ছে, শ্রদ্ধা কাপুর যখন মুম্বই ছেড়ে হায়দরাবাদে যান তখন তাকেও নতুন অতিথির মতোই আপ্যায়ন করেন প্রভাস।

`সাহো`-র শ্যুটিংয়ের শুরুর জন্য প্রথমদিন যখন পৌঁছন, তখন তাকে মধ্যহ্নভোজে রকমারি হায়দরাবাদি ও খান্দানি খাবার খাইয়ে আপ্যায়ন করেন প্রভাস। আর সে সব খাবার-দাবার এসেছিল প্রভাসের বাড়ি থেকে। এই পর্যন্ত সব ঠিকই ছিল।

কিন্তু যে পরিমান খাবার প্রভাস শ্রদ্ধার জন্য বানিয়ে এনেছিলেন, তা শ্রদ্ধার একার পক্ষে যে কোনও রকমই খাওয়া সম্ভব নয় তা বলাই বাহুল্য। খাবর-দাবারে পরিমাণ দেখলে আপনারও চোখ ছানাবড়া হয়ে যাবে। শ্রদ্ধা নিজেই সেসব খাবার-দাবারের ছবি স্যোশাল সাইটে পোস্ট করেছেন।

প্রভাসের অন্যতম পছন্দের খাবার হল বিরিয়ানি। যেকোনও ডিনার পার্টিতেও প্রভাস বিরিয়ানির বন্দোবস্ত করেন। `সাহো` শ্যুটিংয়ে শ্রদ্ধা ও অন্যান্য সহকর্মীদের জন্য বাড়ি থেকে আনা খাবারের তালিকাতেও ছিল এই বিরিয়ানির মেনু।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি