ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সংসার ভাঙল লাক্স সুন্দরী চৈতীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ২৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০০:০৬, ২৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

লাক্স সুন্দরী ইশরাত জাহান চৈতী। এবার সংসার ভাঙল তার। বছরের শেষ দিকে এসে অর্থাৎ নভেম্বরের শেষ দিকে স্বামী শাওন রায়ের সঙ্গে সংসার জীবনের ইতি টানেন এ তারকা। বিষয়টি চৈতী নিজেই নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘ভালোবেসেই শাওনকে ২০১৫ সালে বিয়ে করেছিলাম। শুরুতে আমাদের সংসারজীবন ভালোই চলছিল। কিন্তু কিছুদিন থেকে তার জীবনযাপন পছন্দ হচ্ছিল না আমার। এ নিয়ে বেশ সমস্যায় পড়েছিলাম। তার সঙ্গে এক ছাদের নিচে থাকা আর সম্ভব হচ্ছিল না। এ সমস্যা নিয়ে আমার পরিবারের সদস্যদের সঙ্গে অনেকদিন ধরেই আলোচনা করেছি। তাদের পরামর্শ এবং নিজের সিদ্ধান্ত দুটো মিলিয়েই সংসারজীবনের ইতি টেনেছি।’

তিনি আরও বলেন, ‘আমি আগেও অভিনয়ে নিয়মিত ছিলাম, এখনও আছি এবং সামনের সময়গুলোতেও মিডিয়ায় নিয়মিত কাজ করে যেতে চাই।’

প্রসঙ্গত, চৈতী বর্তমানে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত আছেন। কয়েকটি ধারাবাহিক নাটকের পাশাপাশি খণ্ড নাটকেও অভিনয় করছেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মিডিয়ায় আসেন ইশরাত জাহান চৈতী। এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি