ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিত্রাঙ্গদা সিং’র প্রাক্তন স্বামী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং-এর প্রাক্তন স্বামী জ্যোতি রনধাওয়াকে। চোরাশিকারের অভিযোগে জাতীয়স্তরের গল্ফার জ্যোতি রনধাওয়াকে গ্রেফতার করা হয়। জ্যোতি রনধাওয়ার পাশাপাশি জাতীয়স্তরের শুটার মহেশ বিরাজদারকেও গ্রেফতার করা হয়েছে।
উত্তরপ্রদেশের মোতিপুর রেঞ্জের একটি রিসোর্ট থেকে গ্রেফতার করা হয় জ্যোতি রনধাওয়া এবং মহেশ বিরাজদারকে। তাদের কাছ থেকে একটি রাইফেল, মৃত পশুর চামড়া, বাইনোকুলার এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতারের পর থেকেই জ্যোতি রনধাওয়া এবং মহেশ বিরাজদারকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
জানা গেছে, উত্তরপ্রদেশের মোতিপুর রেঞ্জের পাশে সম্প্রতি একটি রিসোর্ট কেনেন জ্যোতি রনধাওয়া। সেখানে গত ৩ দিন ধরে ছিলেন তিনি। রিসোর্টের সামনে তার একটি গাড়িও রাখা ছিল। আচমকাই পশুপ্রেমীদের একটি দল রনধাওয়ার বিরুদ্ধে বন অধিদপ্তরের কাছে অভিযোগ দায়ের করে।

তাদের অভিযোগ, জ্যোতি রনধাওয়া নাকি চোরাশিকার চালাচ্ছেন মাঝে মধ্যেই। এক বন্ধুকে সঙ্গে নিয়েই জঙ্গলের মধ্যে কুকর্ম শুরু করেছেন। এরপরই জ্যোতি রনধাওয়ার ওই রিসর্টে তল্লাশি চালিয়ে সেখান থেকে বেশ কিছু অস্ত্র এবং মৃত পশুর চামড়া উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, ২০১৪ সালে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং-এর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় জ্যোতি রনধাওয়ার।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি