ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রেলর মুক্তিতেই বিতর্ক

মধ্যপ্রদেশে নিষিদ্ধ ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ২৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:২১, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবননির্ভর সিনেমা ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার’র ট্রেলর মুক্তি পেয়েছে। আর মুক্তির সঙ্গে সঙ্গেই বিতর্ক শুরু হয়েছে। যা ইতিমধ্যে চরমে পৌঁছেছে। এমনকি সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের মধ্যপ্রদেশের কমল নাথ সরকার।

মধ্যপ্রদেশ সরকারের দাবি, সিনেমাটি মুক্তির আগে তা তাদের দেখাতে হবে। তেমন হলে সিনেমা থেকে বাদ দিতে হবে বিতর্কিত দৃশ্য। কংগ্রেসের দাবি, ‘এই সিনেমাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বিজেপি।’ একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে এই সিনেমাতে টাকা ঢালার অভিযোগও তুলেছে তারা।

আগামী ১১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে মনমোহন সিংয়ের জীবননির্ভর সিনেমা ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার’।  

বৃহস্পতিবার সিনেমাটির ট্রেলর মুক্তি পেতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়। কংগ্রেসের দাবি, বিজেপির চাপে তৈরি হয়েছে এই সিনেমা। তবে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছে বিজেপি। কংগ্রেসকে চাপে ফেলতে সিনেমার ট্রেলর শেয়ার করেছে বিজেপি। টুইটারে ট্রেলর শেয়ার করেছেন বহু বিজেপি নেতা।

মধ্যপ্রদেশের কংগ্রেসি সরকার ইতিমধ্যে চিঠি লিখে সিনেমার প্রযোজক ও পরিচালককে জানিয়েছেন, এটি মুক্তির আগে তা দেখাতে হবে তাদের। নইলে সিনেমা সেরাজ্যে মুক্তি পেতে দেয়া হবে না।
সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি