ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার হাসপাতালে মিঠুন চক্রবর্তী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ২৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৪৭, ২৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এবার হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। মেরুদণ্ডের ব্যথা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন ছেলে মহাক্ষয় চক্রবর্তী মিমো ও পুত্রবধূ মাদালসা শর্মা।
মিঠুন দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভুগছেন। সম্প্রতি চিকিৎসা করাতে যুক্তরাষ্ট্রে গেলে ডাক্তারের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। এর আগেও ৬৬ বছর বয়সী এই অভিনেতা একই কারণে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
২০০৯ সালে ‘লাক’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময় পিঠে ব্যথা পান মিঠুন। এরপর থেকেই প্রচণ্ড মেরুদণ্ডের ব্যথায় ভুগতে হচ্ছে তাকে। ২০১৬ সাল থেকে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি