ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখ-সালমানের বন্ধুত্ব বদলে যাবে শত্রুতায়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ৩০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২০:০০, ৩০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি ‘জিরো’ ছবি মুক্তি পেয়েছে। এই ছবিতে বহুদিন পরে  শাহরুখ এবং সালমানকে এক সঙ্গে দেখা গেছে। তবে যারা তাদেরকে দেখেননি, তাদের জন্যও সুখবর। কারণ খান সাম্রাজ্যের এই দুই বলিউড স্টারকে নাকি ফের এক সঙ্গে দেখা যেতে পারে। সৌজন্যে পরিচালক সঞ্জয়লীলা ভনসালী।

ট্যালেন্টের এই দুই পাওয়ার হাউজ এক সঙ্গে সিনেমায় থাকা মানেই একটা নতুন ম্যাজিক। এমনটাই মনে করেন বলি মহলের একটা বড় অংশ। সেই ম্যাজিককেই এ বার নাকি কাজে লাগাতে চাইছেন সঞ্জয়।

শোনা যাচ্ছে, দুই বন্ধুকে নিয়ে গল্প লিখেছেন সঞ্জয়। চিত্রনাট্য অনুযায়ী সেই বন্ধুত্বই বদলে যাবে শত্রুতায়। এমন জমজমাট স্ক্রিপ্টে শাহরুখ-সালমান ছাড়া অন্য কাউকে কাস্ট করতে চান না সঞ্জয়। 

২০০২-এ মুক্তি পেয়েছিল ‘হম তুমহারে হ্যায় সনম’। সেখানে শেষ বার দীর্ঘ চরিত্রে এক সঙ্গে দেখা গিয়েছিল এই দুই তারকাকে। ‘জিরো’তে সালমান অতিথি শিল্পী। তাই তাতে মন ভরেনি অনুরাগীদের। পূর্ণ দৈর্ঘ্যের চরিত্রে দুই তারকাকে এক সঙ্গে দেখার ইচ্ছে এ বার সম্ভবত পূর্ণ করবেন সঞ্জয়।  

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি