ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অর্জুনের বাড়িতে ধরা পড়লেন মালাইকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ৩১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক এখন বলিউডের ‘ওপেন সিক্রেট’ বিষয়। যদিও মালাইকা কখনও এই সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি। তবে হাবেভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন তিনি। মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় নতুন বাড়ি কেনা থেকে শুরু করে দুবাইতে একসঙ্গে সময় কাটানো, অর্জুন কাপুরের সঙ্গে এখন প্রায় সব সময়ই দেখা যাচ্ছে তাকে। নতুন খবর হচ্ছে- এবার অর্জুন কাপুরের বাড়ির সামনে ক্যামেরাবন্দি হলেন মালাইকা।
রবিবার বিকেলে অর্জুন কাপুরের বাড়ির সামনে ক্যামেরায় ধরা পড়েন তিনি। পাপারাতজিকে দেখে মাথা নীচু করে নিলেও, বলিউড অভিনেত্রীকে দেখে ক্যামেরার ফ্ল্যাশ বন্ধ হয়নি কারও।
তবে ক্যামেরার ফ্ল্যাশে মালাইকা অরোরা যে বেশ অসন্তুষ্ট হচ্ছিলেন, তা অভিনেত্রীর ছবি থেকেই পরিষ্কার। এদিকে অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক রয়েছে কি না, তা বলার প্রয়োজন মনে করেন না তিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কখনও খোলাখুলি আলোচনা করতে পছন্দ করেন না।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে অর্জুন কাপুর জানান, তিনি ‘সিঙ্গল’ নন। পাশাপাশি এই মুহূর্তে তিনি বিয়ে করতেও তৈরি বলে স্পষ্ট জানান। 
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি