ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিগ বস ১২’ বিজয়ী দীপিকা কাকর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ৩১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘বিগ বস’র ১২তম আসরের বিজয়ী হলেন অভিনেত্রী দীপিকা কাকর। ৩২ বছর বয়সী এই তারকার হাতে তুলে দেওয়া হয়েছে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো’র চ্যাম্পিয়নের ট্রফি ও ৩০ লাখ রুপি।

এছাড়া এবারের এই আসরে দ্বিতীয় হয়েছেন শ্রীশান্ত। তারা দু’জন ছাড়াও সেরা পাঁচে ছিলেন- রোমিল চৌধুরী, করণবীর বোহরা ও দীপক ঠাকুর। চূড়ান্ত পর্ব থেকে বেরিয়ে গিয়ে ২০ লাখ রুপি পান দীপক।

প্রতি বছরের মতোই সালমান খান এবারও প্রতিযোগীদের সঙ্গে নাচ-গানে সকলকে মুগ্ধ করেছেন। এছাড়াও শো’য়ে উপস্থিত ছিলেন কমেডিয়ান ভারতী। তিনি হাসি ঠাট্টায় সকলকে মাতিয়ে রাখেন।
প্রসঙ্গত, চলতি বছর সেপ্টেম্বর মাসে ‘বিগ বস ১২’ শুরু হয়। ১০৫ দিন বিগ বসের বাড়িতে ছিলেন প্রতিযোগীরা।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি