ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিডনিতে বর্ষবরণে কোহলি-আনুশকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বছরের শেষ দিনে স্ত্রী আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মেলবোর্নে তৃতীয় টেস্ট জিতে সোমবার সিডনি উড়ে যান তিনি।
নতুন বছরে সিডনি হার্বার ব্রিজে আতস বাজির প্রদর্শনী দেখলেন দুজন। এরপর সড়কে দাঁড়িয়ে তোলা ছবি টুইট করে সবাইকে নিউ ইয়ার উইশও করলেন তারা।
ছবির ক্যাপশনে লিখেছেন, অস্ট্রেলিয়া থেকে দেশের এবং বিশ্বের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরটা সবার জন্যই শুভ হোক।
ডিসেম্বরেই প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন কোহলি-আনুশকা জুটি। তারপর নিজের ছবি জিরো-র প্রচারে দেশে ফিরে গিয়েছিলেন আনুশকা। ইংরেজি নতুন বছরের উৎসবে বিরাটের পাশে থাকতে ফের অস্ট্রেলিয়ায় উড়ে গেছেন আনুশকা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি