ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের জন্য সব কাজ ছেড়ে দিলেন ক্যাটরিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সালমানের ‘ভারত’র সঙ্গে শুটিংয়ের দিনক্ষণ মিলে যাচ্ছে, তাই বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্যাটরিনা কাইফ। আর তাই ক্যাটরিনার জায়গায় নেওয়া হয়েছে অন্য একজনকে।
পরিচালক রেমো ডি’সুজার সিনেমা ‘এবিসিডি থ্রি’-তে ক্যাটরিনার জায়গায় নিয়ে আসা হয়েছে শ্রদ্ধা কাপুরকে। ক্যাটের জায়গায় প্রথম জ্যাকলিন ফার্নান্ডেজ এবং কৃতি শ্যানন-এর কথা ভাবা হয়েছিল। কিন্তু চরিত্র অনুযায়ী বরুণ ধাওয়ানের বিপরীতে এই সিনেমায় শ্রদ্ধা কাপুরই সঠিক পছন্দ বলে মনে করেন পরিচালক। আর সেই কারণেই ‘এবিসিডি থ্রি’-তে ডেভিড ধাওয়ানের ছেলের সঙ্গে দেখা যাবে শক্তি কাপুরের মেয়েকে।
এদিকে পরিচালক আলি আব্বাস জাফরের সিনেমা ‘ভারত’-এ সালমান খানের সঙ্গে প্রথমে অভিনয়ের কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু ‘ভারত’ করবেন না বলে জানিয়ে দেন পিগি। যা নিয়ে বেশ জল্পনা হয়। ‘ভারত’ থেকে প্রিয়াঙ্কা চোপড়া সরে যাওয়ার পর সেখানে নিয়ে আসা হয় ক্যাটরিনা কাইফকে। শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’র শুটিং শেষ করার পরই সালমানের সঙ্গে ‘ভারত’র শুটিং ফ্লোরে অবস্থান নেয় ক্যাট।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি