ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদেশে সমাধিস্থ হচ্ছেন কাদের খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

মারা গেছেন বলিউড অভিনেতা কাদের খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুতে বলিউড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কানাডাতেই সম্পন্ন হবে কাদের খানের শেষযাত্রা। টরন্টোতেই সমাধিস্থ করা হবে তাকে। কাদের খানের স্ত্রী হাজরা, ছেলে সরফরাজ, বউমা এবং নাতি নাতনিরাই অভিনেতাকে শেষ বিদায় জানাবেন।
কাদের খানের ছেলে সরফরাজ জানান, কানাডার স্থানীয় সময় অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় তার বাবার মৃত্যু হয়। বার্ধক্যজনিত সমস্যার কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউড অভিনেতা। পাশাপাশি কাদের খানের অসুস্থতার খবর পেয়ে তার ভক্তরা যেভাবে সব সময় খান পরিবারের পাশে থেকেছেন, তাদের মনোবল জুগিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানান সরফরাজ।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি