ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলতো চুম্বনে নতুন বছরকে বরণ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:২২, ৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

তারাই মনে হচ্ছে বিশ্বের সেরা রোমান্টিক তারকা জুটি। তাদের প্রেম, বিয়ে এবং বিয়ের পর রোমান্টিক সব মুহুর্ত তেমনটাই জানান দিচ্ছে। নিক জোনাসের সঙ্গে ছুটি কাটাতে সুইজারল্যান্ডে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নতুন বছরের শুরুতে নবদম্পতি যখন সুইজারল্যান্ডে পাড়ি দেন, তখন তাদের সঙ্গ নেন জো জোনাস এবং সোফি টার্নারও। ৩১ ডিসেম্বরের শেষে যখন নতুন বছর শুরু হয়, সেই সময় একে অপরের ঠোঁটে আলতো চুম্বন করে নতুন বছরকে বরণ করে নেন তারা।
নিক-পিগির ওই ছবি দেখে সোশ্যাল সাইটে শুরু হয়েছে আলোচনা। কিন্তু, এবার আরও একটি নতুন ছবি শেয়ার করলেন নিক জোনাস। যেখানে গিটার হাতে বসে থাকতে দেখা যায় মার্কিন পপ তারকাকে। একটি সোফার উপর যখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া, সেই সময় তার পাশে বসে গিটারে সুর তুলতে দেখা যায় নিককে। যে ছবি দেখে নবদম্পতির একে অপরের প্রতি ভালোবাসার কথা আরও একবার প্রকাশ্যে এসেছে।


শুধু তাই নয়, গিটার বাজিয়ে, গান গেয়ে নিকই প্রিয়াঙ্কাকে ঘুমের দেশে নিয়ে যান বলেও মন্তব্য করেছেন অনেকে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি