ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৈমুরে ভরসা সৎ বোন সারার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

গত ২৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর সিং এবং সারা আলি খানের সিনেমা ‘সিম্বা’। মাত্র ৫ দিনের মধ্যেই সিনেমাটি ১২৪ কোটির বেশি ব্যবসা করেছে। ‘সিম্বা’-র এই সাফল্যের কথা টুইট করে ভক্তদের জানান দিয়েছেন এর সংশ্লিষ্টরা। 

তৈমুর যদি একদিনের জন্যও ‘সিম্বা’-র টিশার্ট পরে, তাহলে এই সিনেমা আরও ভালো ব্যবসা করবে। অর্থাৎ ‘সিম্বা’ যদি বক্স অফিসে আরও ভালো ব্যবসা করতে চায়, তাহলে তৈমুরের সাহায্য দরকার। এভাবেই এবার মনের ইচ্ছা প্রকাশ করলেন ‘সিম্বা’ পরিচালক রোহিত শেঠি।

সম্প্রতি ‘সিম্বা’র প্রমোশনের সময় টেলিভিশনের একটি রিয়েলিটি শো-এ হাজির হন রোহিত শেঠি, সারা আলি খান এবং রণবীর সিং। আর সেখানে রোহিত বলেন, তৈমুর যদি একদিনের জন্যও ‘সিম্বা’ লেখা টিশার্ট পরে, তাহলে ব্যবসার জন্য তার সিনেমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না।
অর্থাৎ সাইফ-কারিনার ছোট্ট তৈমুর যে ভক্তদের হৃদয় জয় করে বসে আছেন তাতে কোন সন্দেহ নেই। তার জনপ্রিয়তা বলিউডের যে কোনও তারকাকেই হার মানায়। ‘সিম্বা’র পরিচালকও এ কথা স্বীকার করে নিয়েছেন। আর সে কারণেই সারা আলি খানের ভাই তৈমুরকে ‘সিম্বা’ টি শার্ট পরিয়ে সিনেমার প্রমোশন করাতে চান রোহিত শেঠি।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি