ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলিউডে ২০১৯ সালে যেসব বায়োপিক আসছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২২:১৫, ৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

এসেছে নতুন বছর। বলিউডে বিগত বছরে বেশ কিছু বায়োপিক এসেছে দর্শকদের সামনে। এবার নতুন বছর ২০১৯ সালেও বেশ কিছু বায়োপিক দেখা যাবে। যাতে অভিনয় করবেন বলিউডের প্রথম সারির নায়িকারা। এদের মধ্যে রয়েছেন- দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপূর, জাহ্নবী কাপূর সহ আরও অনেকে।

এবার দেখে নিন ২০১৯ সালে কে কোন বায়োপিকে অভিনয় করছেন -

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এবার পর্দায় আসছেন যোদ্ধা হিসেবে। রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে দেখা যাবে তাকে। চলতি মাসের ২৫ তারিখে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’।
প্রায় এক বছর ব্রেকের পর আবারও পর্দায় ফিরছেন দীপিকা পাড়ুকোন। তাকে দেখা যাবে অ্যাসিড অ্যাটাক সারভাইভার লক্ষ্মী আগরওয়ালের বায়োপিক ‘ছপাক’-এ লক্ষ্মীর চরিত্রে। ১৫ বছর বয়সে অ্যাসিড হামালার পর থেমে থাকেননি লক্ষ্মী। টেলিভিশনে সঞ্চালনার পাশাপাশি এ নিয়ে সরবও হয়েছেন তিনি। মেঘনা গুলজারের পরিচালনায় এই সিনেমার শুটিং শুরু হচ্ছে কিছু দিনের মধ্যেই।
শচীন টেন্ডুলকার, এমএস ধোনির পর এবার পর্দায় আসছে সাইনা নেহওয়ালের বায়োপিক। আমোল গুপ্ত পরিচালিত এই বায়োপিকের নাম এখনও পর্যন্ত স্থির হয়নি। তবে সাইনার ভূমিকায় যে শ্রদ্ধা কাপূরকে দেখা যাবে এটা নিশ্চিত।
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সফ্‌ট পর্ন ফিল্মে কেরিয়ার শুরু। এর পর নব্বই দশকের শেষে খ্যাতির শীর্ষে পৌঁছন শশিকলা খান। তার বায়োপিকে শশিকলার চরিত্রে অভিনয় করছেন বলিউডের আর এক বোল্ড বিউটি রিচা চাড্ডা। তবে ইন্দ্রজিৎ লঙ্কেশের এই বায়োপিকে পর্ন স্টার নয়, দেখা যাবে শশিকলার জীবনের অন্য কাহিনী। তেমনটাই দাবি পরিচালকের।
শার্প শুটারদের বায়োপিক ‘উওম্যানিয়া’ নিয়ে আসছেন প্রযোজক অনুরাগ কাশ্যপ। উত্তরপ্রদেশের জোহরি জেলার এক বয়স্ক মহিলা শার্প শুটারের চরিত্রে তাপসী পান্নু। ‘রিভলভার দাদি’ নামে পরিচিত পঞ্চাশোর্ধ্ব ওই শার্প শুটারদের অনেকেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন। তুষার হিরানন্দানির এ ফিল্মের শুটিং শুরু ফেব্রুয়ারিতে।
আইএএস অফিসার গুঞ্জন সাক্সেনার বায়োপিকে আসছেন জাহ্নবী কপূর। ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা বিমানচালক গুঞ্জন ১৯৯৯-এ কার্গিল যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। গুঞ্জনের চরিত্রে অভিনয় করা নিয়ে অবশ্য প্রকাশ্যে মুখ খোলেননি জাহ্নবী। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে বিমানচালকের পোশাকে জাহ্নবীর ছবি।
সূত্র : আনন্দবাজার
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি