ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীপিকার রিসিপশনে কেনো আসলেন না ‘রণবীর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

দীপিকা ও রণবীরের মুম্বাই রিসেপশনে তারকাদের মেলা বসেছিল। সেই অনুষ্ঠানে হাজির হন নি, এমন বলিউড তারকা খুব কমই আছেন। তবে সেখানে আসেননি দীপিকার ‘প্রাক্তন’ রণবীর কাপুর। শুধু সে এক নন, আসেননি আলিয়া ভাটও। বিষয়টি নিয়ে বলিউডে কম গুঞ্জন হয়নি। যদিও ‘দীপবীর’র রিসেপশনে না উপস্থিত থাকা নিয়ে রণবীর-আলিয়া জানিয়েছিলেন, তারা অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মস্ত্র’ সিনেমার জন্য টানা ২০ ঘণ্টা শুটিং করার জন্যই সেখানে উপস্থিত থাকতে পারেননি।
যদিও খুব স্বাভাবিকভাবে রণবীর-আলিয়ার এই কারণকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না তার ভক্তরা। সম্প্রতি তার ও রণবীর সিংয়ের রিসেপশনে ‘প্রাক্তন’ রণবীর কাপুরের না আসা নিয়ে মুখ খুলেছেন দীপিকা নিজেই।

এক সাক্ষাৎকারে দীপিকা জানান, ‘রণবীরের (কাপুর) সঙ্গে আমার আর কথা হয়নি। ওর সঙ্গে আমি আমার রিসেপশনের আগেই কথা বলেছিলাম, তারপর আর কথা হয়নি। তবে আমার রিসেপশনে রণবীরের না আসায় আমি বিন্দুমাত্র অবাক হইনি। ওরসঙ্গে আমার একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছ। আমরা অনেককিছুই না বললেও বুঝে যাই।’
প্রসঙ্গত, একসময় রণবীর কাপুরের প্রেমে পাগল ছিলেন দীপিকা। রণবীরকে বিয়ে করার জন্য নাকি তিনি ক্যারিয়ার ছাড়তেও রাজি ছিলেন। তবে রণবীর ক্যাটরিনার সঙ্গে জড়িয়ে পড়ায় দীপিকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি