ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘তোমাকে থামানো যাবে না’, রণবীরকে দীপিকা

প্রকাশিত : ১২:১৭, ৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

গত বছরের শেষে ‘সিম্বা’র হাত ধরে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছেন রণবীর সিংহ। ২০১৯-এর শুরুতে ভক্তদের ফের স্বপ্ন দেখাচ্ছেন অভিনেতা। এ বার হাতে রয়েছে ‘গাল্লি বয়’।

শুক্রবার মুক্তি পেয়েছে এই আসন্ন ছবির ট্রেলার। আর তা দেখে এমনটাই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

টিজার দেখে করণ জোহর, অভিষেক বচ্চন, অর্জুন কাপূরের মতো বলি তারকারা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রণবীরকে। সিলভার স্ক্রিনকে যারা শাসন করেন, সেই তালিকায় এ বার রণবীরের নামও ঢুকে গেল বলে মনে করছেন অনেকে।

মুম্বইয়ের এক র‌্যাপারের জীবনের গল্পের ওপর ভিত্তি করে এগিয়েছে চিত্রনাট্য। জোয়া আখতার পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

এই টিজার দেখার পর দীপিকা কী বলবেন, তার অপেক্ষায় ছিলেন অনেকে। হ্যাঁ, দীপিকা টিজার দেখেছেন।

নিজের মতামতও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। প্রথমেই দীপিকা লেখেন, ‘রণবীর তোমাকে থামানো যাবে না। আমি তোমাকে ভালবাসি। তোমার জন্য গর্বিত।’

 ‘গাল্লি বয়’-এ রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আলিয়া ভট্ট এবং কল্কি কোয়েচলিন। আগামী ৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবির ট্রেলার।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি