ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ছাড়পত্র পেল ‘শনিবার বিকেল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ১০ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:২৩, ১১ জানুয়ারি ২০১৯

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা  মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ বা ‘স্যাটারডে আফটারনুন’ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। ছবিটি এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। 

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘ছবিটির আনকাট ছাড়পত্র পেলাম। আগামী মার্চের শেষের দিকে ছবিটি মুক্তি পেতে পারে। যদি সেটা সম্ভব না হয় তাহলে এপ্রিলের প্রথম দিকে মুক্তি দেওয়া হবে। তবে আমরা বসে পরবর্তীতে মুক্তির তারিখ ঠিক করবো।’   

গত বছরের ৫ জানুয়ারি শুটিং শুরু হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘শনিবার বিকেল’র। এই ছবিতে অভিনয় করেছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি। অভিনেত্রী হিসেবে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। আর এ সিনেমায় একেবারে ভিন্ন গেটআপে হাজির হচ্ছেন অভিনেতা জাহিদ হাসান। থাকছেন নন্দিত নাট্যজন মামুনুর রশীদ, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ও।  
 
চলচ্চিত্রটি হলি আর্টিজানের ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। এর প্রযোজনায় রয়েছেন বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল। আর কলকাতার ভারতের শ্যাম সুন্দর দে।
    
এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি