ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফাঁস হয়ে গেল আলিয়ার ‘কলঙ্ক’র লুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ১৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২৩:৪৪, ২০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কর্ণ জোহরের সিনেমা মানেই ভিন্ন কিছু। আর এ জন্য অপেক্ষায় থাকেন সিনেপ্রেমীরা। এ মুহূর্তে ‘কলঙ্ক’ নিয়ে বেশ ব্যস্ত তিনি। এ সিনেমা প্রযোজনার দায়িত্বও তার। আর সেই সিনেমাতে অভিনয় করছেন আলিয়া ভাট। নতুন খবর হচ্ছে- ফাঁস হয়ে গেল সিনেমায় আলিয়ার ‘লুক’। ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে আলিয়া সিনেমার গানের জন্য নাচছেন।
ফাঁস হওয়া সেই ভিডিয়োতে দেখা যায়, কোনও একটি নাচের দৃশ্যের জন্য তৈরি হচ্ছেন আলিয়া। পরনে ঘাগরা-চোলি। ক্যামেরা অন হওয়ার আগে সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। সে সময়ই গোপনে তোলা হয়েছে ওই ভিডিও।

এ সিনেমাতে আলিয়া ছাড়াও মাধুরী দীক্ষিত, বরুণ ধওয়ন, সোনাক্ষী সিংহ, আদিত্য রায় কপূর অভিনয় করছেন। তবে আলিয়ার অভিনয় নিয়ে বেশ উত্তেজিত কর্ণ জোহর। সম্প্রতি নেহা কাপূরের টক শো-তে এসে তিনি বলেন, ‘আলিয়া এই সিনেমাতে কী করেছে এখনই সেটা বলব না। কিন্তু আলাদা কিছু করেছে, এটা বলব। ওকে দেখে মনে হচ্ছিল আমার মেয়ে পারফর্ম করছে। ওকে আমি মেয়ের মতোই দেখি। ইমোশনাল হয়ে একটা সময় কেঁদেও ফেলেছিলাম।’
সূত্র : আনন্দবাজার
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি