ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রশ্নের উত্তরে বাবার নামের পরিবর্তে কি বললেন সারা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ২১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সারা আলি খানের বাবার নাম সাইফ আলি খান। এ তথ্য আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু এই প্রশ্নের উত্তরে সারা কিন্তু সাইফের নাম বলেননি। কিন্তু কেন? আসল ঘটনাটি ঠিক কী?

সম্প্রতি এক সাক্ষাত্কারে সারার কাছে গুগলে তার সম্পর্কে সার্চ হওয়া বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন সাজিয়ে দেওয়া হয়। তার মধ্যে একটি ছিল, সারা আলি খানের বাবা কে? অর্থাৎ বহু মানুষ গুগলে সারার সম্বন্ধে এই তথ্যটি জানতে আগ্রহী।

প্রশ্ন শুনেই হেসে ফেলেন সারা। তার পর মজা করে উত্তর দেন, ‘মহাত্মা গান্ধী’। প্রায় সঙ্গে সঙ্গেই সামলে নিয়ে বলেন, ‘দুঃখিত। এটা মজার বিষয় নয়। আমার বাবার নাম সাইফ আলি খান।’

পরে অবশ্য মজা করে দেওয়া উত্তরের যৌক্তিকতা বোঝাতে শুরু করেন সারা। তিনি বলেন, ‘মহাত্মা গান্ধী জাতির জনক। সুতরাং তাকে বাবা বললে ভুল হবে না। কারণ তিনি প্রত্যেক ভারতীয়দের বাবা...।’

‘কেদারনাথ’ এবং ‘সিম্বা’র মাধ্যমে ইতোমধ্যেই অনস্ক্রিনে দক্ষতার ছাপ রেখেছেন সারা। অফস্ক্রিনে বুদ্ধিমত্তার পাশাপাশি তিনি যে সূক্ষ্ম মজা করতেও ভালবাসেন, এ উত্তর যেন তারই প্রমাণ।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি