ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও মা হচ্ছেন এষা

একুশে টেলিভিশন :

প্রকাশিত : ১০:৪৮, ২২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আবারও মা হচ্ছেন অভিনেত্রী এষা দেওল। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়েছেন এষা। সোশ্যাল মিডিয়ায় একটু মজাদার ভাবেই নিজের দ্বিতীয়বার মা হওয়ার খবর শেয়ার করেছেন হেমা মালিনী কন্যা।

দেড় বছরের মেয়ে রাধ্যার ছবি দিয়ে লেখা হয়েছে ‘আমি এবার দিদি হতে চলেছি।’ এষার এভাবে মা হওয়ার ঘোষণা খানিকটা শাহিদ-মীরার দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণার মতোই ছিল। দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবর শাহিদ ও মীরা তাদের মেয়ে মিশার ছবি দিয়েই জানিয়েছিলেন। সেখানে লিখেছিলেন ‘বড় দিদি।’

 

এষার এই পোস্ট দেখে তার স্বামী ভারত লেখেন, মেয়ে রাধ্যা ও আমার দুজনের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা। গত ২০১২ সালে ডিসেম্বর মাসে ভারত তাখতানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন হেমা মালিনী ও ধর্মেন্দ্র কন্যা এষা দেওল। ২০১৭ সালের ২৩ অক্টোবর কন্যা সন্তানের জন্ম দেন এষা। তার নাম রাখেন রাধ্যা। এ সময় তিনি জানিয়েছিলেন রাধা থেকে রাধ্যা নামের উৎপত্তি। যার অর্থ আরাধনা।

এষার স্বামী ভারত সে সময় জানান, এষা ও আমি দুজনে মিলেই রাধ্যা নামটা রেখেছি। এবার তাদের দ্বিতীয় সন্তানের নাম রাখার পালা।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি