ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ও লাড়কি আঁখ মারে …’

এবার সানি লিওনের ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১২:৫৬, ২২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:১০, ২২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

২০১৮ সালের শেষে মুক্তি পেয়েছিল রণবীর সিংহ এবং সারা আলি খান অভিনীত ‘সিম্বা’। পরিচালক রোহিত শেট্টি সে সিনেমাতে ব্যবহার করেছেন একটি গান। ‘ও লাড়কি আঁখ মারে…’ গানটি শোনেননি এমন বিনোদনপ্রেমী কমই আছে। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে।অনেকেই এ গানের সঙ্গে নেচে ভিডিও আপলোড করেছেন। আর সেই তালিকায় বাদ যাননি তারকারাও। এ বার সেই তালিকায় যোগ হল সানি লিওন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সানি। সেখানে দেখা যাচ্ছে শিলিগুড়ির একটি চা বাগানের মধ্যে দাঁড়িয়ে ওই বিখ্যাত গানের সঙ্গে পা মেলাচ্ছেন সানি। সঙ্গী তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরে মেরে স্বপ্নে’ সিনেমাতে প্রথম ব্যবহার হয়েছিল এই গান। আরশাদ ওয়ারসি এবং সিমরান বাগ্গা অভিনীত ওই সিনেমাতে এই গান এত জনপ্রিয়তা পায়নি।

‘সিম্বা’য় রিমিক্সের পর ভাইরাল হয়ে যায় এই গান। সিনেমাতে এই গানে নাচতে দেখা গিয়েছে আরশাদ, তুষার কাপূর, শ্রেয়স তালপাড়ে, কুণাল খেমুর মতো তারকাদের।

দেখুন ভিডিও :

সূত্র: আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি