ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানে ডুবছেন বচ্চন কন্যা শ্বেতা  

প্রকাশিত : ২২:৫৩, ২২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

একের পর এক গোপন কথা বের হয়ে পড়ছে `কফি উইথ করণ` এসে অতিথিদের মুখ থেকে। `কফি উইথ করণ` নিয়ে যতই বিতর্ক হোক না কেন, টক শো-এর কাউচে বসিয়ে একের পর এক সেলিব্রিটির মুখ থেকে গোপন কথা বের করেই আনেন সঞ্চালক। অর্জুন কাপুর-জাহ্নবী কাপুর, সারা আলি খান-সইফ আলি খান, শাহিদ কাপুর-ঈশান খটটরের পর এবার করণের শো-এ হাজির হন অভিষেক বচ্চন, শ্বেতা বচ্চন।

করণ জহরের শো- এ যখন ভাই-বোন হাজির হন, তখন অমিতাভের সন্তানদের মুখ থেকেও একের পর এক ঘরোয়া কথা উঠে আসে। যেখানে শ্বেতা বচ্চন নন্দা স্পষ্ট জানিয়ে দেন, সালমান খান-কে তাঁর নাকি বেজায় পছন্দ। শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার এবং হৃত্বিক রোশনের মধ্যে সালমান খান-কেই তাঁর বেজায় পছন্দ।

`হটনেস`-এর ক্ষেত্রেও সালমান বাকিদের পিছনে ফেলে দেন বলে মন্তব্য করেন শ্বেতা। বচ্চন-কন্যার উত্তর উত্তর শুনে অভিষেক বচ্চনকে পাল্টা প্রশ্ন করেন করণ।   

তিনি জিজ্ঞাসা করেন, ছোট থেকেই কি সালমান খানের উপর শ্বেতার অমোঘ টান রয়েছে? যার উত্তরে অভিষেক বলেন, একদমই না। আগে আমির খান-কে তাঁর দিদি বেশি পছন্দ করতেন। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে তাঁর দিদির পছন্দও পাল্টে গিয়েছে। আমির খানের পরিবর্তে এখন তাঁর পছন্দের তালিকায় এসেছেন সালমান খান।

এসি  
  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি