ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিকেন পক্সে আক্রান্ত ইশান খট্টর

প্রকাশিত : ১৩:১৯, ২৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:৪১, ২৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বেশকিছুদিন ধরেই প্রকাশ্যে দেখা যাচ্ছে না শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরকে। তাকে কেন দেখা যাচ্ছিল না এই নিয়ে প্রশ্নও তুলেছেন ঈশানের ভক্তরা। এবার তাদের উদ্দেশ্যে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন ঈশান।
ঈশান ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘যারা জিজ্ঞাসা করছেন, আমি কেন মিডিয়া থেকে দূরে আছি, তাদের জন্য আমি দুঃখিত। আমার চিকেন পক্স হয়েছে, আমি ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছি।’
প্রসঙ্গত, অভিনেতার অসুস্থতার খবরে তার ভক্তরা যে বেশ দুঃখ পাবেন সেটাই স্বাভাবিক। অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
উল্লেখ্য, শেষবার ঈশানকে দেখা যায় করণ জোহরের ‘কফি উইথ করণ’ শো-তে। সেখানে ভাই শাহিদ কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন ঈশান। ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে সবথেকে বেশি আলোচনায় উঠে আসেন তিনি।
সম্প্রতি সাইকেল চালানোর সময় হেডফোন ব্যবহার করা নিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন তিনি।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি