ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোবিন্দের বাড়িতে শোকের ছায়া

প্রকাশিত : ১১:৫০, ২৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:৫১, ২৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

মাত্র ৩৪ বছরেই নিভে গেল জীবনের প্রদীপ। হৃদযন্ত্র বিকল হয়ে মাত্র ৩৪ বছরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গোবিন্দের ভাইপো জনেন্দ্র আহুজা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড অভিনেতার বাড়িতে।

রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার আচমকাই বুকে ব্যথা হচ্ছে বলে বাড়ির লোককে জানান জনেন্দ্র। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু, মুম্বইয়ের ভারসোভার ইয়ারি রোডের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় গোবিন্দার ভাইপোর।

বৃহস্পতিবারই সন্ধা ছটা নাগাদ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় জনেন্দ্রর মরদেহ। গোবিন্দ, রাগিনি খান্না, ক্রুষ্ণা অভিষেকসহ পরিবারের সদস্যরা যেন আচমকাই ভেঙে পড়েন জনেন্দ্রর মৃত্যুতে।

জানা যাচ্ছে, ময়নাতদন্তের পর মুম্বইয়ের পবন হংসতে শেষকৃত্য সম্পন্ন হয় জনেন্দ্র আহুজার। গোবিন্দার ভাইপোর মৃত্যুর খবর পাওয়ার পরই তাকে শেষ শদ্ধা জানাতে হাজির হন বলিউডের একাধিক সেলিব্রিটি।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি