ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

মুক্তি পেল ‘ভারত’-এর টিজার (ভিডিও)

প্রকাশিত : ১৪:৫৫, ২৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:৩২, ২৭ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সিনে পর্দায় সালমান খান মানেই ভিন্ন কিছু। তাই প্রতিবছরই পর্দায় তার কারিশমা দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা। অপেক্ষা ছিল তার নতুন সিনেমা ‘ভারত’ এর। এবার সেই অপেক্ষার পালা শেষ। আলি আব্বাস জাফর পরিচালিত এই সিনেমার প্রথম টিজার মুক্তি পেয়েছে আজ শুক্রবার। 

‘ভারত’ ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত। সালমান নিজে রয়েছেন নাম ভূমিকায়। টিজারে নিজের চরিত্রের নামের ব্যখ্যা দিয়েছেন সালমান। একজন মানুষ এবং এক জাতির জার্নি একসঙ্গে থাকবে এই সিনেমাতে।

‘ভারত’-এ অপর এক মুখ্য ভূমিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ। সালমান-ক্যাটরিনার এক সময়ের অফস্ক্রিন কেমিস্ট্রি আবারও দেখা যাবে অনস্ক্রিনে। এ সিনেমার শুটিংয়ে খান পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও সময় কাটিয়েছিলেন ক্যাটরিনা। সে সব ছবি শেয়ারও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে প্রথম টিজারে সেই কেমিস্ট্রির ঝলক নেই।
সালমান-ক্যাটরিনা ছাড়াও দিশা পাটানি এবং তব্বু রয়েছেন বিশেষ চরিত্রে। এ সিনেমার মাধ্যমেই বলিউডে কামব্যাক করার কথা ছিল প্রিয়ঙ্কা চোপড়ার। কিন্তু ব্যক্তিগত কারণে ব্যস্ত থাকার জন্য এই সিনেমার প্রস্তাবটি তিনি ফিরিয়ে দেন।

সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদে মুক্তি পাবে এই ‘ভারত’।

দেখুন ভিডিও :

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি