ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও বিয়ের পিড়িতে রজনী কন্যা

প্রকাশিত : ১১:১৮, ২৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সুপারস্টার রজনীকান্তের মেয়ে সৌন্দর্য রজনীকান্ত। আবারও বিয়ে করতে চলেছেন তিনি। সৌন্দর্য হচ্ছে রজনীকান্তের ছোট মেয়ে। ইন্ডাস্ট্রিতে তার বিয়ের খবর আগে থেকেই ছড়িয়ে পড়েছিল।
দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসা নিয়ে রজনীকান্ত, তার ছোট মেয়ে সহ পুরো পরিবারকে নিয়ে কিছুটা সমালোচনার মুখেও পড়হে হয়েছিল। তবে ভক্তরা সৌন্দর্যকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন।
জানা গেছে, চেন্নাইতেই বিয়ে করবেন সৌন্দর্য। বিয়ের তারিখ ১১ ফেব্রুয়ারি। পাত্র হলেন অভিনেতা তথা ব্যবসায়ী বিষগণ ভনঙ্গামুড়ি। তারও এটা দ্বিতীয় বিয়ে। বিয়ের প্রস্তুতি গত বছর থেকেই শুরু হয়ে গিয়েছে।
সৌন্দর্যের প্রাক্তন স্বামী ছিলেন অশ্বিন রামকুমার। আট বছরের সম্পর্ক ছিল তাদের। দু’জনের ছয় বছরের পুত্রসন্তান রয়েছে। তার নাম বেদ কৃষ্ণ।

২০১৭ সালে পারস্পরিক সম্মতির পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এদিকে গত বছর বিষগণের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন সৌন্দর্য। সেই অনুষ্ঠানে বাড়ির সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ছাডা় আর কেউই ছিল না।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি