ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাম এক লক্ষ টাকা

আদরের কুকুর ডায়নার জন্য প্রিয়াঙ্কার উপহার

প্রকাশিত : ১০:৪৫, ২৭ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

তারকাদের অনেকেই আছেন যাদের রয়েছে আদরের পোষ্য অর্থাৎ প্রাণী। সেই তালিকায় বলিউড কন্যা প্রিয়াঙ্কার নামও রয়েছে। কিছুদিন আগেই আদরের কুকুর ডায়নার জন্য ৩৫ হাজার টাকা দিয়ে জ্যাকেট কিনেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার ডায়নার জন্য নতুন আরও একটি উপহার কিনেছেন পিগি চপস। যার দাম শুনলে চোখ কপালে উঠবে।

প্রিয়াঙ্কা তার আদরের ডায়নার জন্য ট্রাভল ব্যাগ কিনেছেন। যে ব্যাগে করে তিনি ডায়নাকে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে সহজেই নিয়ে যেতে পারবেন। আর এই ব্যাগের দাম নাকি ১ লক্ষ টাকা। ডায়নার জন্য কেনা সেই নতুন ব্যাগে তাকে ভরে ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। এই ব্যাগটি ডায়নার ট্রাভেল হোম বলেই ব্যাখ্যা করেছেন প্রিয়াঙ্কা। তিনি লিখেছেন- ডায়না নাকি এখন আর তার ওই ব্যগ থেকে বের হতেই চাইছে না।
এর আগে ডায়নার জন্য ৩৫ হাজার টাকা দিয়ে জ্যাকেট কিনেছিলেন প্রিয়াঙ্কা। সেই ছবিও পোস্ট করেছিলেন তিনি। প্রিয়াঙ্কার কথায় মার্কিন মুলুকের ঠান্ডা থেকে ডায়নাকে সুরক্ষিত রাখতেই তিনি ওই জ্যাকেট কিনেছিলেন। এবার তিনি এই ট্রাভেল ব্যাগ কিনেছেন কারণ তিনি ভ্রমণে যাওয়ার সময় আদরের ডায়নাকেও সঙ্গে নিতে চান।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি