ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আবারও কন্যা সন্তানের বাবা হলেন নিরব

প্রকাশিত : ১২:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০১৯

মডেল-চিত্রনায়ক নিরব। দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। এবারও কন্যা সন্তানের মা-বাবা হলেন নিরব ও তাসফিয়া তাহের ঋদ্ধি দম্পতি। সন্তান জন্ম নেওয়ার সুসংবাদ নিজেরাই দিয়েছে তারা। তবে বেশ কিছু দিন পরে এই খবর প্রকাশ করলেন দম্পত্তি।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে নিরব লিখেন, ‘আলহামদুলিল্লাহ, দ্বিতীয় বাবারের মতো সন্তানের বাবা হয়েছি আমি। আজ আমার মেয়ের বয়স ১৯ দিন। আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই।’
একই সঙ্গে ঋদ্ধি নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আল্লাহর রহমতে আমার দ্বিতীয় মেয়ের পা পড়েছে পৃথিবীতে। আমার ছোট্ট দুই মেয়ের জন্য সবাই দোয়া করবেন।’
গত ১৮ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন নিরবের স্ত্রী তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। মা-মেয়ে দুজনেই এখন সুস্থ রয়েছেন। নিরব তার দ্বিতীয় কন্যার নাম রেখেছেন সোয়াইদা হোসেন যুহাইবাহ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর নিরব ও ঋদ্ধি বিয়ে ‍হয়। ২০১৭ সালে এ দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান সুমাইয়া হোসেন যুওয়াইনাহ্।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি