ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মা কারিনার যে বিষয়টি অপছন্দ তৈমুরের

প্রকাশিত : ১৬:০৬, ৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

মা কারিনা কাপুর পেশায় একজন অভিনেত্রী। পেশার খাতিরে তাকে সব সময়ই মেকআপ করতে হয়। কিন্তু মাকে মেকআপে দেখতে নাকি একেবারেই পছন্দ করে না ছেলে তৈমুর আলি খান। আর এ কথা প্রকাশ্যে এনেছেন সাইফ আলী খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, তিনি বিভিন্ন রকম পোশাক পরলে বা মেকআপ করলে তৈমুর চমকে যায় না। কিন্তু কারিনা মেকআপ করে সামনে গেলেই নাকি চমকে ওঠে ছেলে। এমনকি মেকআপে মাকে একেবারেই অপছন্দ তার। যা তার আচরণে সে বুঝিয়ে দেয়।

প্রসঙ্গত, জন্মের পর থেকেই লাইমলাইটে রয়েছে তৈমুর। এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে পরিবারের অনেকেরই। কারিনার বাবা রণধীরের মতো কেউ কেউ মনে করেন, প্রতিদিন মিডিয়ায় তৈমুরের ছবি প্রকাশ উচিত নয়। আবার কারিনা মনে করেন, যেটা স্বাভাবিক সেটা দেখেই বড় হওয়া উচিত ছেলের। যে কোনও জায়গায় গেলে সে যে ফোকাসে থাকবে, সে যে স্টার কিড এই বোধটা তৈমুরের ছোট থেকেই তৈরি হওয়া উচিত।
সূত্র : আনন্দবাজার
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি