ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রণবীরের পারফরম্যান্সে মুগ্ধ আলিয়া

প্রকাশিত : ১২:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রণবীর কাপূর এবং আলিয়া ভাট কি প্রেম করছেন? বলিউডে এ জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে। জল্পনার ইঙ্গিত দুই তারকার আচরণ।

বিভিন্ন সময়ে প্রেমের ইঙ্গিত দিলেও এখনও পর্যন্ত সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তারা। তবে রণবীরের পারফরম্যান্সে যে তিনি মুগ্ধ, তা আরও একবার স্পষ্ট করে দিলেন আলিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমি রণবীরের মতো এত নিরপেক্ষ অভিনেতা দেখিনি। শুধু আমিই ওকে অভিনেতা হিসেবে পছন্দ করি, এমন তো নয়। বহু মানুষ পছন্দ করেন। সাধারণত আমি কোনও দৃশ্যে ডায়লগ ভুলে যাই না। কিন্তু সামনে রণবীরকে পারফর্ম করতে দেখে আমি ডায়লগ ভুলে গিয়েছিলাম। ওর চোখে এতটাই সততা ছিল, নিজের পারফরম্যান্সের কথা আমার মনে ছিল না।’

রণবীরের পরিবারের সদস্যরাও আলিয়াকে পছন্দ করেন। বছরের শুরুতে নিউ ইয়র্কে কাপূর পরিবারের সদস্যদের সঙ্গে আলিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

রণবীরের মায়ের সম্পর্কে আলিয়ার বক্তব্য, ‘নীতুজিকে আমি বন্ধু বলতে পারি।’আর রণবীরের বাবাকে নিয়ে আলিয়া বলেছেন, ‘ঋষিজি অসাধারণ। যখনই সময় কাটানোর সুযোগ পাই, মজা করে কাটে।’

সব মিলিয়ে রণবীর তো বটেই, কাপূর পরিবারেরও প্রিয় আলিয়া। সত্যিই কি বিয়ে করবেন এই জুটি? আপাতত অবশ্য এর উত্তর নেই।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি