ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বার্লিনালেতে এক টুকরো বাংলাদেশ

প্রকাশিত : ১১:০২, ১১ ফেব্রুয়ারি ২০১৯

জার্মানিতে চলছে বার্লিন চলচ্চিত্র উৎসব ‘বার্লিনালে’৷ এবার উৎসবটির ৬৯তম আসর৷ গোল্ডেন ও সিলভার বিয়ারের জন্য বিভিন্ন দেশের ১৭টি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নিচ্ছে৷ উৎসবে রয়েছে এক টুকরো বাংলাদেশও৷

এবারই প্রথম বার্লিনালে কো-প্রোডাকশন মার্কেটে নির্বাচিত হয়েছে বাংলাদেশের কোনো চলচ্চিত্র প্রকল্প৷ জার্মান প্রতিষ্ঠান রাজোর ফিল্মসের সঙ্গে যৌথ প্রযোজনায় এসেছে বাংলাদেশের গুপী-বাঘা প্রোডাকশনসের আরিফুর রহমানের নতুন প্রকল্প ‘প্যারাডাইস’৷

প্রযোজক আরিফুর রহমানের যোগ্য সঙ্গী নির্মাতা ইমতিয়াজ আহমেদ বিজনের ‘মাটির প্রজার দেশে’ এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে৷ দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে দর্শক পছন্দে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কারও পায় ছবিটি৷ ‘প্যারাডাইস’ নিয়ে আরো অনেক দূর যাওয়ার আশা বিজনের৷

তরুণ ও উঠতি চলচ্চিত্র নির্মাতাদের প্রশিক্ষণে ২০০৩ সাল থেকে বার্লিনালের সঙ্গে জোট বাঁধে বার্লিনালে ট্যালেন্টস৷ ১৩০টি দেশ থেকে বাছাই করা ২৫০ ইয়াং ট্যালেন্টের একজন হিসেবে যোগ দিয়েছেন নির্মাতা হুমায়রা বিলিকিস৷

বার্লিনালে ট্যালেন্টস-এ স্টুডিও বিভাগের ক্যামেরা স্টুডিও শাখায় নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সিনেমাটোগ্রাফার বরকত হোসেন পলাশ৷‘জালালের গল্প’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন পলাশ৷

এবার আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১৭ চলচ্চিত্রের ৭টির নির্মাতাই নারী৷ ছয় জুরি সদস্যের ৩ জন নারী, জুরি দলের প্রধানও একজন নারী৷ বাকি সব বিভাগেও নারী-পুরুষ নির্মাতা ও অংশগ্রহকারীদের প্রায় সমান অনুপাতে উপস্থিতি রয়েছে৷ গত বছর বিশ্বজুড়ে চলা ‘মি টু’ আন্দোলনে উৎসব থেকে অংশগ্রহণকারীরা সমর্থন জানিয়েছিলেন৷

তথ্যসূত্র: ডয়েচে ভেলে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি