ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রণবীর-আলিয়ার চুমুর দৃশ্য কর্তন

প্রকাশিত : ১৩:৩৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে জোয়া আখতারের সিনেমা ‘গাল্লি বয়’। তবে তার আগে সেন্সরের কাচির নিচে সিনেমাটি। রণবীর সিংহ এবং আলিয়া ভাট অভিনিত এ সিনেমায় এই জুটির একটি চুমুর দৃশ্য সহ বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড।
গণমাধ্যম সূত্রে খবর, রণবীর-আলিয়ার ১৩ সেকেন্ডের একটি চুম্বন দৃশ্য বাদ পড়েছে। তা ছাড়া বেশ কিছু গালাগালি ব্যবহার হয়েছিল। সেগুলোও বাদ পড়েছে।
ইতিমধ্যেই বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা পেয়েছে ‘গাল্লি বয়’। সিনেমার ট্রেলার দেখেও সাধারণ দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
উল্লেখ্য, সিনেমাটি এক র‌্যাপারের গল্প নিয়ে নির্মিতি হয়েছে। মুম্বাইয়ের বস্তিতে থাকা সেই র‌্যাপার নিজের আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নতি চায়। সে আদৌ পারবে কি নিজেকে পরিবর্তন করতে? তা নিয়েই এগিয়েছে চিত্রনাট্য। বাস্তবে এক র‌্যাপারের জীবন থেকে অনুপ্রাণিত হয়েই সিনেমাটি তৈরি করেছেন জোয়া।
সূত্র : আনন্দবাজার
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি