ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে ফিরলেন ইরফান খান

প্রকাশিত : ১০:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড তারকা ইরফান খান। নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা নিতে দেশের বাইরে ছিলেন তিনি। অবশেষে লন্ডন থেকে ভারত ফিরেছেন অভিনেতা। তবে দেশের ফেরার পর তাকে নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা।
কেউ বলছেন, আগামী ২২ ফেব্রুয়ারি ‘হিন্দি মিডিয়াম টু’র শুটিংয়ে অংশ নেবেন তিনি। আবার কেউ বলছেন, ভারতের একটি হাসপাতালে পুনরায় চিকিৎসা নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা।
তবে ইরফান খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানান, ভারতে ফিরলেও ইরফানের অভিনয় করার বিষয়টি এখনো ঠিক হয়েনি। কিন্তু মানুষ নিশ্চিত হওয়া ছাড়াই নানা রকম কথা ছাড়াচ্ছেন। যা সত্য নয়। আর ‘হিন্দি মিডিয়া টু’র শুটিং কবে শুরু হবে, সেটাও এখনো ঠিক হয়নি।
সাকেট চৌধুরী পরিচালিত ‘হিন্দি মিডিয়াম’ ২০১৭ সালে মুক্তি পায়। সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করে। প্রথম পর্বে দারুণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ঘরে তুলেছেন ইরফান খান।
এরপরই এর দ্বিতীয় কিস্তি অর্থাৎ ‘ইংলিশ মিডিয়াম টু’ নির্মাণের ঘোষণা দেন নির্মাতা। কিন্তু ইরফান খান অসুস্থ থাকার কারণে এতোদিন সিনেমাটির কাজ স্থির ছিল। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি