ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একুশে ফেব্রুয়ারির বিশেষ অনুষ্ঠানে জনপ্রিয় তিন তারকা   

প্রকাশিত : ১৬:১২, ২০ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘কন্ঠে আমার বর্ণমালা’ শিরোনামের একটি অনুষ্ঠানে হাজির হচ্ছেন কন্ঠশিল্পী ফাহমিদা নবী, উপস্থাপক শারমিন লাকী এবং অভিনেত্রী মৌটুসী বিশ্বাস।     

সম্প্রতি ধারণকৃত এই অনুষ্ঠানে দর্শকদের জন্য একটি ভাষার গান পরিবেশন করেছেন ফাহমিদা নবী, একুশের কবিতা আবৃতি করেছেন শারমিন লাকী আর উপস্থাপনা করেছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস।

অনুষ্ঠান সর্ম্পকে জনপ্রিয় কন্ঠশিল্পী ফাহমিদা নবী বলেন, অনেক যত্ন নিয়ে গানটি করেছি। শ্যুটিং-এর লোকেশনটিও ছিলো বেশ চমৎকার। আশা করি দর্শকদের ভালো লাগবে।

উপস্থাপক শারমিন লাকী বলেন, কবি আল মাহমুদ এবং আসাদ চৌধুরীর দুটি কবিতা আবৃতি করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

অভিনেত্রী মৌটুসী বিশ্বাস বলেন, অভিনয়ের ব্যস্ততার কারণে উপস্থাপনা খুব একটা করা হয়ে উঠে না। তবে, একুশে ফেব্রুয়ারির এই অনুষ্ঠানটির কনসেপ্ট ভালো লেগেছে। তাই রাজি হয়েছি।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা সবুজ। তিনি জানান, একুশের গান, কবিতা ছাড়াও অনুষ্ঠানে থাকছে একজন ভাষা সৈনিকের সংগ্রামের কথাসহ আরও কিছু বিষয়। বলা যেতে পারে পরিচিত কিছু বিষয়কেই দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, দর্শকদের ভালো লাগবে।

বৃহস্পতিবার (২১শে ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে ‘কন্ঠে আমার বর্ণমালা’ অনুষ্ঠানটি।

এসি  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি