ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাজিদ মেয়েদের সঙ্গে কাজ করার যোগ্য নন : বিদ্যা

প্রকাশিত : ১৩:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সাজিদ খানের পরিচালনায় ‘হে বেবি’ সিনেমায় অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তবে আর তার সঙ্গে অভিনয় না করার কথা স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী।

বলেন, ‘আমি আর কোনোদিন সাজিদ খানের সঙ্গে কাজ করব না। সাজিদ খান মেয়েদের সঙ্গে কাজ করার যোগ্য নন।’

সম্প্রতি ভারতের স্টারি নাইট ২.০ অনুষ্ঠানে এসে এ কথা বলেছেন বলিউড অভিনেত্রী। এই পরিচালক একাধিক নারীকে যৌনহেনস্তা করেছেন বলে অভিযোগ আনেন তিনি।

ভবিষ্যতে কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চান না এমন প্রশ্নের জবাবে এসব জানান বিদ্যা। ইতোমধ্যে হ্যাশট্যাগ মিটুতে অভিযুক্ত হয়ে হাউসফুল-৪ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাজিদ। তার বোন নৃত্যপরিচালক ও সিনেমা পরিচালক ফারহা খান এবং ভাই ফারহান আখতার ভাইয়ের প্রতি নিন্দা জানিয়েছেন।

বেশ কিছুদিন আগে নিজের শরীর নিয়ে হেনস্তার কথা জানিয়েছিলেন বিদ্যা বালান। সে সময় তিনি জানান, হরমোনজনিত সমস্যায় কারণে স্বাস্থ্যগত দিকে দিয়ে তিনি ভারী। এজন্য বিভিন্ন সময়ে হয়েছেন সমালোচিত। শরীর নিয়ে কখনও কখনও প্রশ্নবাণে তাকে হেনস্তা করা হয়েছে। তবে এবার পরিচালক সাজিদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি