ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘কেশরী’র ট্রেলারে অক্ষয়ের চমক (ভিডিও)

প্রকাশিত : ১৫:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আবারও চমক দেখাতে পর্দায় আসছেন অক্ষয় কুমার। কখনও মাথা ন্যাড়া করে আবার কখনও ভারী পাগড়ি পরে নতুন সিনেমা ‘কেশরী’র জন্য তৈরি হয়েছেন অক্ষয়। সম্প্রতি মুক্তি পেল ‘কেশরী’র ট্রেলার। যা ইতিমধ্যে দর্শকদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে।

১৮৯৭-এ সারগঢ়ির যুদ্ধের ওপর তৈরি হয়েছে ‘কেশরী’র চিত্রনাট্য। ব্রিটিশ ভারতে ২১ জন শিখ সেনার দলপতির ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। ১০ হাজার আফগান দখলকারীর বিরুদ্ধে লড়াই করবেন তারা। ভারতের মাটিতে হওয়া অন্যতম এই যুদ্ধের ওপর নির্ভর করে তৈরি এই সিনেমা লার্জার দ্যান লাইফেরও গল্প বলবে। 

এই সিনেমাতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। অনুরাগ সিংহ পরিচালিত এই সিনেমার যৌথ প্রযোজনার দায়িত্বে রয়েছেন অক্ষয় এবং কর্ণ জোহর। ‘গোল্ড’-এর পর ‘কেশরী’র মতো দেশাত্মবোধক সিনেমাতে ফের অক্ষয়ের পারফরম্যান্স দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শক।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি