ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাইফ কন্যার গৃহত্যাগ

অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

প্রকাশিত : ১০:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড অভেনেত্রী সারা আলী খান। মাঝে তাকে নিয়ে সংবাদ প্রকাশ পায় যে- তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন। একই সঙ্গে ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা একটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘নতুন একটা শুরু।’

তখন থেকেই অনেকে ভেবে নিয়েছেন মাকে ছাড়া হয়ত নতুন ফ্লাটে উঠেছেন সারা। অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তবে এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সারা জানান, ‘এটা পুরোপুরি মিথ্যা গুজব। আমি মায়ের সঙ্গেই আছি এবং মায়ের সঙ্গেই আমি খুশিতে থাকি। আরও অনেকটা সময় মাকেই জ্বালাতন করব।’

সম্প্রতি ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ এসে এমনই প্রতিক্রিয়া জানান তিনি। 

উল্লেখ্য, ১৯৯১ সালে অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলী খান। অমৃতা ছিলেন সাইফের থেকে ১২ বছরের বড়। পরিবারের আপত্তি থাকলেও বিয়ে করেন সাইফ। অমৃতাকে বিয়ের পর তাদের ঘরে জন্ম হয় ছেলে ইব্রাহিম আলী খান এবং মেয়ে সারা আলী খান। দুই সন্তানের জন্মের পর পরই অমৃতা সিং-এর সঙ্গে ২০০৪ সালে বিচ্ছেদ হয়ে যায় সাইফের। এরপর দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে থাকছিলেন সারা। কিন্তু হঠাৎ তার বাড়ি ছাড়া নিয়ে শুরু হয় গুঞ্জন। কৌতূহলের জন্ম দেয় সবার মনে। তবে সারার মন্তব্যে এবার কিছুটা ধোঁয়াশা কেটে গেছে।

এদিকে, প্রথম দুটি সিনেমার সাফল্যের পর সারা এখনও তার নতুন কোনও প্রকল্পের ঘোষণা দেয়নি। খবর ছড়িয়েছে পরিচালক ইমতিয়াজ আলীর আসন্ন সিনেমায় কাজ করবেন তিনি।
সূত্র : এবিপি আনন্দ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি