ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বান্ধবীর বিয়েতে আলিয়ার নাচের ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১২:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ব্যাচেলর থাকার সময় প্রিয় বন্ধু বা বান্ধবীর বিয়েতে আনন্দ করার মজাটাই আলাদা। এই সকল আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করেন না সেলিব্রিটিরাও। কারণ বন্ধু বা বান্ধবীর ওই বিশেষ দিনের কিছু মুহূর্ত স্মরণীয় হয়ে ওঠে জীবনে।

বলিউড অভিনেত্রী আলিয়া আলিয়া ভাটও এ ব্যাপারে ব্যাতিক্রম নন। প্রিয় বান্ধবী দেবিকা আডবাণীর প্রাক বিবাহ অনুষ্ঠানে চুটিয়ে আনন্দ করছেন তিনি।

দেবিকার বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে বলিউডের বিভিন্ন গানে অন্যান্য বান্ধবীদের সঙ্গে নাচতে দেখা গেল আলিয়াকে। আর সেই নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল।

অনুষ্কা রেড্ডির ডিজাইন করা ফ্লোরাল পিঙ্ক লেহঙ্গাতে আলিয়া ছিলেন আকর্ষণের কেন্দ্রে। ‘লুকা ছুপ্পি’ ছবির ‘কোকা কোলা’ ও ‘কাল হো না হো’ ছবির ‘মাহি ভে’ গানের তালে আলিয়ার নাচ মন জয় করেছে সকলের।

ভিডিও

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি