ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীদেবীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ১৪:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এমন দিনে না-ফেরার দেশে চলে যান তিনি। আজ শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছে কাপুর পরিবার ও ভক্তকুল। 

গত বছর মোহিত মারওয়া ও অন্তরা মোতিয়ালের বিয়ের অনুষ্ঠানে শামিল হতে গিয়েছিলেন দুবাইয়ে। ২২ ফেব্রুয়ারি আনন্দঘন মুহূর্তের ছবিও পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। ২৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই খবর আসে, শ্রীদেবী আর নেই। দুবাইয়ের একটি হোটেলে দুর্ভাগ্যজনকভাবে বাথটাবে ডুবে মৃত্যু হয় তার। ২৮ ফেব্রুয়ারি এই অভিনেত্রীকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়। হাজারো ভক্ত তাদের চাঁদনিকে বিদায় জানান।

এ বছরের ১৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূজার আয়োজন করা হয়। মাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন দুই কন্যা জাহ্নবী ও খুশি কাপুর। চেন্নাইয়ে জাহ্নবী-খুশির মাতুলালয়ে আয়োজিত শ্রীদেবীর বর্ষী পূজায় প্রার্থনা করেন স্বামী বনি কাপুর, দেবর অভিনেতা অনিল কাপুরও। পরিবারের লোকজন ছাড়াও প্রয়াত এই অভিনেত্রীকে স্মরণ করেন বলিউড তারকারা।

শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে কাপুর পরিবারে আজ রয়েছে নানা আয়োজন। এ ছাড়া স্বামী বনি কাপুর করেছেন এক ভিন্নধর্মী আয়োজন। শ্রীদেবীর একটি শাড়ি নিলামে তুলেছেন তিনি। এর অর্থ ব্যয় করা হবে সুবিধাবঞ্চিত নারী ও শিশুর কল্যাণে।

অভিনেত্রীর মৃত্যুতে হিন্দি চলচ্চিত্র অঙ্গন হারিয়েছে সবচেয়ে প্রিয় ও মেধাবী অভিনেত্রী শ্রীদেবীকে। কিংবদন্তি এই অভিনেত্রী ‘লাডলা’, ‘খুদা গাওয়া’, ‘চাঁদনি’, ‘মিস্টার ইন্ডিয়া’সহ অসংখ্য সিনেমায় উল্লেখযোগ্য চরিত্র সৃজন করেছেন। একটা বিরতির পর এই অভিনেত্রী ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমাতে ফিরেই জানান দেন, আসলেই তিনি সুপারস্টার। 

এদিকে গত বছর ‘ধড়ক’ দিয়ে বলিউডে অভিষেক হয় বড় মেয়ে জাহ্নবী কাপুরের। এই সিনেমার জন্য জাহ্নবীকে প্রেরণা জুগিয়েছিলেন শ্রীদেবী। কিন্তু মুক্তির আগেই তার করুণ মৃত্যু হয়।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি