ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে বিশেষ কারণে টিকে আছে অজয়-কাজলের সংসার!

প্রকাশিত : ১১:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

অজয় দেবগণ এবং কাজল দীর্ঘ ২০ বছরের দাম্পত্যে রয়েছেন। আজ তাদের বিবাহবার্ষিকী। দু’জনে একই পেশায় রয়েছেন। বহু সমস্যা এসেছে জীবনে।

কিন্তু তার আঁচ দাম্পত্য পড়তে দেননি তারা। বিশেষ একটি কাজ বা অভ্যাসই নাকি তাদের দাম্পত্যকে সুখী করেছে। বিবাহবার্ষিকীতে সে কথা খোলসা করলেন অজয়।

সাংবাদিকদের অজয় বলেন, ‘‘আসলে আমরা যেটা নই, একে অপরের কাছে সেটা হওয়ার দাবি করিনি কখনও। স্পেস দরকার হলে দু’জনেই স্পেস নিয়েছি। এমনও হয়েছে একটা ঘরে আমি আর কাজল বসে রয়েছি,নিজেদের কাজ করছি। কেউ কোনও কথা বলছি না। … একে অপরকে এই স্পেস দেওয়ার জন্যই আমরা ভাল আছি।”

বিবাহবার্ষিকী উপলক্ষে কাজল একটি মজার ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, সেলিব্রেশনের কোনও পরিকল্পনা নেই। দু’জনেরই পছন্দ ভাল খাবার। সুতরাং ডিনার ডেটেই সেলিব্রেট করবেন তারা।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি