ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুলওয়ামায় জঙ্গি হামলা

শহীদদের পরিবারকে ১৬ কোটি টাকা দিলেন শাহরুখ

প্রকাশিত : ১০:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

পুলওয়ামায় জঙ্গি হামলার পর শহীদ সেনাদের পরিবারের সাহায্যার্থে এগিয়ে এসেছেন বলিউড তারকারা। এ তালিকায় রয়েছেন সালমান খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারসহ আরও অনেক তারকা।

আর সর্বশেষ জানা গেল, বলিউডের আরেক তারকা কিং খান জঙ্গি হামলায় শহীদদের পরিবারের জন্য ১৫ কোটি টাকা দিয়েছেন। কংগ্রেস নেতা সালমান নিজামি এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। বিষয়টি ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমেও ওঠে এসেছে।

কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) ৪৬ সদস্য নিহতদের ঘটনায় ফুঁসছে পুরো দেশ।

ওই হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা চালিয়ছে ভারতীয় বিমান বাহিনী। তবে পাকিস্তানের ভেতরে ঢুকে কথিত জঙ্গি আস্তানায় ভারতীয় বিমান হামলার ব্যাপারে দুটো দেশ ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে।

দিল্লি বলছে, তাদের এই আকস্মিক অভিযানে তারা জইশ-ই-মোহাম্মদের বহু সদস্যকে হত্যা করেছে।কাশ্মীরে ভারতীয় সৈন্যদের ওপর আরো জঙ্গি হামলা চালানো হতে পারে - এই সন্দেহেই তারা জঙ্গি গ্রুপটির ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে পাকিস্তান বলছে, খোলা মাঠে চালানো এই হামলায় কেউ হতাহত হয়নি। পাকিস্তানের ভেতরে ভারত-বিরোধী জঙ্গিরা তৎপর - দিল্লির এই অভিযোগও অস্বীকার করেছে ইসলামাবাদ।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি